FARHANA'S DREAM – নকশাগুলো আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক

নিষ্প্রাণ কাপড়ের বুকে সুই আর রঙিন সুতার ভালোবাসার কাব্য তাই হচ্ছে নকশি কাঁথা । নকশিকাঁথা আমাদের গ্রামীণ ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির অংশ। 

আমাদের দেশে এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন যিনি কাঁথার নাম শোনেননি কিংবা কাঁথা কখনো ব্যবহার করেননি । যুগের পরিবর্তনে সময়ের চাহিদায় অনেক কিছু বদলে গেলেও কাথার প্রয়োজন বা আবেদন ম্লান হয়নি এতোটুকুও। বরং কাঁথায় এসেছে নতুন নতুন সৃজনশীলতা আর নান্দনিকতা।